নিজস্ব সংবাদদাতাঃ প্রথম থেকেই কড়া ছিল কমিশন। তবুও, শনিবার বিধাননগর পুরনিগমে একাধিক ওয়ার্ডে ছাপ্পা ভোট ও বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে এসেছিল। ইতিমধ্যেই এই পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন তাপস চ্যাটার্জির কন্যা আরাত্রিকা ভট্টাচার্য। তিনি ১০ হাজার ৩৪২ ভোটে জয়ী। অন্যদিকে, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। এখানকার ১৬ থেকে ৩০ সবকটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। কার্যত বলা যায় বিধাননগরে উড়ছে ‘সবুজ আবির’। এখন বড় প্রশ্ন হল মেয়র কে হবে! জল্পনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে দেখা করলেন সব্যসাচী।