জ্বলছে ছুটন্ত লরি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জ্বলছে ছুটন্ত লরি

দ্বিগবিজয় মাহালী-দাউ দাউ করে জ্বলছে ছুটন্ত লরি। পিংলায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু হয়েছে সেই ভয়ানক ভিডিও।গতকাল সন্ধ্যায় পিংলার গোবর্ধনপুর এলাকায় একটি পাট বোঝাই গাড়িতে আগুন লাগে।নিমেষের মধ্যেই সেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়তে থাকে। 

তখনই জলন্ত অবস্থায় লরিটি দ্রুত গতিতে চলতে শুরু করে। কিছুটা যাওয়ার পর একটি পুকুরে নামিয়ে দেওয়া হয় লরিটিকে৷ ততক্ষনাত বেশীর ভাগ অংশই পুরে নস্ট হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পিংলা থানার পুলিশ।যদিও চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।অতিরিক্ত ওভার লোড থাকার কারনেই পাটের গাড়িটি বিদ্যুৎ এর তারে লাগে বলে পুলিশের অনুমান।