​রাহুল পাসোয়ান,আসানসোলঃ আসানসোলের 106 টি ওয়ার্ডের পুরভোটের গননার কাজ শুরু হল সোমবার সকাল থেকে। আসানসোল উত্তর থানার ধাদকা পলিটেকনিক কলেজে করা হয়েছে স্টং রুম। সকাল থেকে সেখানে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত হয়েছেন। চেকিং করে চলছে ভেতরে প্রবেশের কাজ। রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা।