​হরি ঘোষ,জামুড়িয়া: শনিবার রাতে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ঘুম পেলে টিভি বন্ধ করতে গেলে পায়ের নিচের মাটি ধ্বসে যায়। প্রায় ১ ফুট গোলাকার ধ্বস নেমে মাটির নিচে চলে যায়। আচমকা বাড়ির ভিতরে ধ্বস নামায় হতভম্ব হয়ে যায় সবাই। কাউকে কিছু না বলে শনিবার রাতে পরিবারের তিন সদস্য বাড়ির বারান্দায় রাত কাটায়। পরের দিন সকাল হতেই প্রতিবেশীদের বিষয়টা জানায় তাঁরা। সাথেসাথে তাঁদের সেই বাড়ি থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার সাউথ পড়াশিয়ায়।
গৃহকর্ত্রী সাবিত্রী দেবী জানান, গতকাল রাতে খাওয়া দাওয়া করে ছেলে ও মেয়ে এক সাথে টিভি দেখছিল। রাত ১১টা নাগাদ ঘুম পেলে টিভি বন্ধ করতে যায় সাবিত্রী দেবীর মেয়ে। সেই সময় তাঁর পায়ের কাছের জমি গোল করে ধ্বসে ঘরের মাঝেই গর্ত হয়ে মাটির নিচে চলে যায়। এরপর সকাল হতেই প্রতিবেশীদের বিষয়টা জানান তাঁরা। এই খবর পেয়ে ছুটে আসে তৃণমূলের অঞ্চল সভাপতি অনিল সিং, আইএনটিটিইউসি সম্পাদক সত্যেন্দ্র সিং। সঙ্গে সঙ্গে পড়াশিয়া কোলিয়ারীর আধিকারিকদের খবর দিলে ঘটনাস্থলে আসে কোলিয়ার এজেন্ট আর আর কান্ত, সুরক্ষা আধিকারিক অনিল গোহরা,নিরাপত্তা আধিকারিক এস কে মিশ্রা। তড়িঘড়ি বাড়ির সদস্যদের অন্য জায়গায় থাকার ব্যবস্থা করেন তাঁরা। বাড়িটিতে তালা দিয়ে দেওয়া হয়। কি কারনে মাটি ধ্বসে গেছে সেই বিষয়ে খতিয়ে দেখবে ইসিএল। তৃণমূলের অঞ্চল সভাপতি অনিল সিং জানিয়েছেন, পুরানো খনিতে ঠিকঠাক বালি ভরাট না হওয়ায় এই ধ্বস। তিনি দাবি করেন সঠিক কারন জেনে অবিলম্বে তার সমাধান করতে হবে ইসিএলকে।