দুর্ঘটনার কবলে মহিলা ও শিশু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্ঘটনার কবলে মহিলা ও শিশু


নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ ডাম্পারের ধাক্কায় এক শিশু সহ এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার হাঁসগেড়িয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ রাস্তায় তোলাবাজির কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনায় জানা যায় রবিবার দুপুর নাগাদ মেচেদা-হলদিয়া গামী ৪১ নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়া এলাকায় এক পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। এরপর আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিত্‍সক। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।