ক্ষুব্ধ ও হতাশ ব্রড

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ক্ষুব্ধ ও হতাশ ব্রড



নিজস্ব সংবাদদাতাঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ছিলো ইংল্যান্ডের । কিন্তু ম্যাচ তালিকায় নাম ওঠেনি স্টুয়াট ব্রড-এর। এই বিষয়ে নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন ব্রড। নির্বাচন নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমি প্রতি দিন আরও বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং রেগে যাচ্ছি। আমার খেলার মান যদি নেমে যেত, তা হলে বাদ পড়তে পারতাম। কিন্তু, মাত্র পাঁচ মিনিটের একটা ফোনে আমাকে বাদ দেওয়ার কথা জানানো হয়েছে। ব্যাপারটায় অত্যন্ত হতাশ বোধ করছি।”