মৃত্যু হল ছোট আঙারিয়া গনহত্যা কান্ডের প্রত্যক্ষদর্শীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মৃত্যু হল ছোট আঙারিয়া গনহত্যা কান্ডের প্রত্যক্ষদর্শীর


দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া গনহত্যা কান্ডের প্রত্যক্ষদর্শী ও মূল সাক্ষী বক্তার মন্ডলের মৃত্যুতে শোকাহত ব্লক তৃণমূল। জানা গিয়েছে এই দিন সকাল নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। প্রসঙ্গত ২০০১ সালের চৌঠা জানুয়ারি ছোট আঙারিয়া গ্রামে গণহত্যার ঘটনা ঘটে। যেই ঘটনায় পাঁচজনকে নৃশংস ভাবে পুড়িয়ে হত্যা করা হয়, তার অন্যতম সাক্ষী ছিলেন বক্তার মন্ডল। জানা গিয়েছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৭ বছর। তবে তার মৃত্যু নিয়ে ছোট আঙারিয়া ঘটনার মামলা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।