New Update
/anm-bengali/media/post_banners/7ocfZaun8VKoObgkaFnz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে আইপিএল-এর দ্বিতীয়ার্ধের নিলাম। জমে উঠেছে ক্রিকেট বাজারে কেনাকেটাও। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন হায়াদ্রাবাদে এলেন। এসআরএইচ তাঁকে কিনে নেয় ৪.২০ কোটি টাকার বিনিময়ে। তাঁর প্রথমে দাম উঠেছিল ৫০লক্ষ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us