বিধায়ক শওকত মোল্লাকে খুনের ছক বানচাল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিধায়ক শওকত মোল্লাকে খুনের ছক বানচাল

নিজস্ব সংবাদদাতাঃ বিধায়ক শওকত মোল্লাকে খুন করার পরিকল্পনা বানচাল। পুলিশের জালে তিন দুষ্কৃতী। ধৃত তিনজনের মধ্যে দু’জন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী বলে জানা গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই তারা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খুনের পরিকল্পনা করছিল বলেই অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ফোনে আড়িপাতে। শওকত মোল্লাকে খুনের পরিকল্পনার কথা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা জানাজানি হতেই ৩ অভিযুক্ত এবং অন্য আরও এক ব্যক্তি দিল্লি পালানোর পরিকল্পনা করে। এরপর পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি গাড়িও। ধৃতরা হলেন আশরাফ সরদার, মোজাফফর মোল্লা ও আসমত শেখ।