নিজস্ব সংবাদদাতাঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অগ্রগতির রিপোর্ট দিতে আরও বেশি সময় লাগবে বলে মামলা করল বিচারপতি বাগের নেতৃত্বাধীন কমিটি। নিয়োগে দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, সেই মামলায় ইতিমধ্যেই ৫৭৩ জনকে চিহ্নিত করে বরখাস্ত করা হয়েছে। সেই মামলায় নির্দেশ দেওয়া হয়েছিল যাতে, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বাধীন কমিটি আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করল ওই কমিটি। নজিরবিহীনভাবে মামলা করে বিচারপতি বাগের বক্তব্য, আরও চার মাস সময় লাগবে ওই অনুসন্ধানের রিপোর্ট জমা দিতে।