New Update
/anm-bengali/media/post_banners/TkH2Xse5R2mjwIPpj42T.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হংকংয়ে শনিবার রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। করোনা মহামারীর শুরুর সময় থেকেই হংকংয়ে সংক্রমণের হার ছিল উর্ধ্বমুখী। শনিবার সেখানে ১ হাজার ৫১৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। হংকং চিনের জিরো কোভিড টলারেন্স নীতি মেনে আন্তর্জাতিক পর্যটকদের নিভৃতবাস এবং গণপরীক্ষার ওপর জোর দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us