‘ভবিষ্যতে সব নির্বাচনেই লড়ব’, বললেন আদিত্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘ভবিষ্যতে সব নির্বাচনেই লড়ব’, বললেন আদিত্য

নিজস্ব সংবাদদাতাঃ হাতে আর মাত্র দুদিন। সোমবার গোয়াতে বিধানসভা নির্বাচন। শনিবার আরও দৃঢ়ভাবে গোয়াতে সংগঠন বিস্তারের কথাই জানালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। আদিত্য জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোট থাকার কারণে গোয়াতে এতদিন কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না শিবসেনা। কিন্তু বিজেপি শিবসেনাকে পিছন থেকে ‘ছুরি’ মেরেছে। তাই ভবিষ্যতে দল গোয়াতে পঞ্চায়েত থেকে লোকসভা, সব নির্বাচনেই লড়াই করবে বলেই জানিয়েছেন আদিত্য। আদিত্যর মতে, গোয়াতে শিবসেনাকে প্রয়োজন, কারণ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরও সৈকত রাজ্যে উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি।