মানুষকে সচেতন করছে 'যমরাজ'

author-image
Harmeet
New Update
মানুষকে সচেতন করছে 'যমরাজ'

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ  যমরাজসেজে মানুষকে সচেতন করতে প্রচারে নামলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের শিল্পী ঈশ্বর গিরি। এদিন যমরাজঈশ্বর গিরি- এ ভাবেই এগরা শহরের দিঘামোড় , সবজি ও মাছ মার্কেট , মিলনী , ত্রিকোণ পার্ক , কলেজ মোড় একাধিক প্রান্তে ঘুরে বেড়ালেন। হিন্দু ধর্মে মৃত্যুর দেবতা যমরাজ। কথিত আছে, মৃত্যুর পর যমরাজ মৃত ব্যক্তিকে নিয়ে যান নিজের দরবার। তাই মাস্কনা পরা কাউকে দেখলে বা নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে দাঁড়ালে তিনি দৌড়ে গেলেন। করোনার মৃত্যু-ভয়ও সোজা সঙ্গে করে নিয়ে যাবেন বলে ভয়দেখালেন যমরাজ। পাশাপাশি রাস্তায় ঘুরে ঘুরে ৫ শতাধিক মানুষকে মাস্ক পরিয়ে ও করোনা নিয়ে গান গেয়ে পথচলতি মানুষদের সচেতন করেন যমরাজ।

তবে সচেতনতার পাশাপাশি যমরাজকে বলতে শোনা গেল ,‘এখনও সময় আছে। সচেতন হও। সমগ্র বিশ্বে করোনা তাণ্ডব চালাচ্ছে। যমপুরী ভরে গিয়েছে। আর যাতে কেউ না যান, সে জন্য স্থির থাকতে না পেরে আমি নেমে এসেছি। অনেকে এখনও মাস্ক পরেননি দেখছি। তাঁদের বলছি, হয় মাস্ক পরো। নয় আমার সঙ্গে চলো