শ্লীলতাহানির মামলায় নথি না দেখেই জামিন!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শ্লীলতাহানির মামলায় নথি না দেখেই জামিন!


নিজস্ব সংবাদদাতাঃ মামলার তথ্য ও নথি যাচাই না করেই অভিযুক্তকে সপাট জামিন! তা-ও নারী নিগ্রহের মতো গুরুতর অভিযোগের মামলায়! নিম্ন আদালতের এমনই নির্দেশনামা দেখে কলকাতা হাই কোর্ট তাজ্জব। এহেন অনৈতিক ও নিয়মবিরুদ্ধ কাজের জন্য আলিপুর কোর্টের সংশ্লিষ্ট বিচারকে শোকাজ করল কলকাতা হাই কোর্ট।