নিজস্ব সংবাদদাতাঃ শনিবারের সকাল থেকেই বিধানগরের ৩১ নম্বর ওয়ার্ডে বিস্ফোরক অভিযোগ করে এসেছে বিরোধীরা। এ বার সেই ৩১ নম্বর ওয়ার্ডেই বুথের শৌচালয়ে ভুয়ো ভোটার লুকিয়ে রাখার অভিযোগ উঠল শাসক শিবিরের বিরুদ্ধে। শনিবার সকালে বিএফ কমিউনিটি সেন্টারের ওই বুথে শৌচালয়ের মধ্যে লুকিয়েছিল কয়েকজন যুবক। তাদেরই কয়েকজন আবার ভোটার সেজে লাইনে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। শৌচালয় অনেকক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হতেই দরজায় ধাক্কা দেন বুথে থাকা প্রিসাইডিং অফিসার। তখনই শৌচালয়ের ভেতরে দুই যুবককে পাওয়া যায়।