বাইরের আওয়াজে কান নেই হিটম্যানের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাইরের আওয়াজে কান নেই হিটম্যানের



নিজস্ব সংবাদদাতাঃ নিজের কড়া অধিনায়কত্বের জোরে সাদা বলের ক্রিকেটে ৩-০ ব্যবধানে ওয়েস্টইন্ডিজকে হারিয়েছে ভারত। কিন্তু সিরিজ জেতার পর রোহিত শর্মা-ও বিরাটের মতো বাইরের লোকের কথায় কান দিতে নারাজ। তিনি এই প্রসঙ্গে বলেন, “একদমই সংখ্যার দিকে তাকাচ্ছি না। এই সিরিজে সব কিছুই ঠিকঠাক করেছি। যা চেয়েছিলাম তাই হয়েছে এই সিরিজে। তবু অনেকে সমালোচনা করছে। যত দিন খেলে যাব, তত দিন এই সমালোচনা থেকে মুক্তি পাব না। কারণ আমরা জানি, লোকে আমাদের দেখে। গোটা বিশ্ব আমাদের দেখে। ক্রিকেটার হিসেবে, পেশাদার হিসেবে যেটা করা উচিত সেটাই আমরা করি। বাইরের আওয়াজে পাত্তা দিই না।”