নিজস্ব সংবাদদাতা : গুজরাটের সুরাটে ৪৫০ কোটি টাকার ভুয়ো বিলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দম্পতি। মহারাষ্ট্রে জিএসসটির অ্যান্টি ইভেশন শাখা ওই দম্পতিকে গ্রেফতার করেছে। ধৃতদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।