আগামি২৫ বছর গুরুত্বপূর্ণ : নির্মলা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগামি২৫ বছর গুরুত্বপূর্ণ : নির্মলা


নিজস্ব সংবাদদাতাঃ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার রাজ্যসভায় বাজেট নিয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আগামি ২৫ বছর ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যদি ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হওয়া নিয়ে কোনও ‘ভিশন’ রাখা না হয় তাহলে সেটাই হবে যা গত ৭০ বছর ধরে হয়ে আসছে'। পাশাপাশি তিনি বলেন, 'আমরা অর্থনীতিতে স্থিরতা আনার মতো বাজেট পেশ করেছি'।