১০ কোটি প্রথম ডোজ টিকাদানের মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
১০ কোটি প্রথম ডোজ টিকাদানের মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ

হাবিবুর রহমান, ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে ১০ কোটি মানুষকে প্রথম ডোজ টিকাদানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে ১৭ কোটিরও বেশি টিকাদানে রেকর্ড হয়েছে বাংলাদেশের।
বাংলাদেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তখন থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ১৭ কোটি ৭ লাখ ৩১ হাজার ৭২ টি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৭ হাজার ৫৪১টি, দ্বিতীয় ডোজ ৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার ২৩টি এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৫০৮ জনকে।
স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার ৭০ শতাংশ জনসংখ্যা অর্থাৎ ১১ কোটি ৭০ লাখ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কার্যক্রমে গতিশীলতা বাড়িয়েছে। সেক্ষেত্রে দেশের ১০ কোটি মানুষকে প্রথম ডোজের টিকার মাইলফলক স্পর্শ করা নিঃসন্দেহে বড় কৃতিত্ব বলে তারা অভিমত ব্যক্ত করেন। বর্তমানে বাংলাদেশে মোট ৬ ধরনের টিকা দেওয়া হচ্ছে। টিকাগুলো হলো অ্যাস্ট্রজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোব্যাক এবং জনসন অ্যান্ড জনসন।