কয়লাকাণ্ডে সুজয় ভদ্র'কে তলব সিবিআই'এর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কয়লাকাণ্ডে সুজয় ভদ্র'কে তলব সিবিআই'এর

নিজস্ব সংবাদদাতাঃ কয়লাকাণ্ডে অভিযুক্ত অভিষেকের ঘনিষ্ঠ সুজয় ভদ্র এবার সিবিআই'এর নজরে। জানা গেছে, বৃহস্পতিবার তাকে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়। তিনিও পালটা চিঠিতে আবেদন করেন যেন তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তার আবেদনের সাড়া দেওয়া হয়নি। তিনি কলকাতা হাইকোর্টে 'রক্ষাকবচে'র আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি। ফলে মনে করা হচ্ছে আবারও তাকে নোটিশ পাঠানো হতে পারে।