নিজস্ব সংবাদদাতাঃ বিধাননগর পুরভোটে কি আদৌ থাকবে কেন্দ্রীয় বাহিনী? শুক্রবার আদালতকে কমিশন তাঁদের সিদ্ধান্ত জানাতে পারল না। বৈঠকের বিস্তারিত সূচি জানতে আরও সময় লাগবে বলে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চকে জানাল নির্বাচন কমিশন। এরপরই প্রধান বিচারপতি ফের স্মরণ করিয়ে দেন, যদি বিধাননগর ভোটে কেন্দ্রীয় বাহিনী না থাকে, আর সেক্ষেত্রে যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে দায় কমিশনারকে ব্যক্তিগতভাবে নিতে হবে। এবিষয়ে তাঁরা যেন ভেবে সিদ্ধান্ত নেন।