New Update
/anm-bengali/media/post_banners/tGDkFyDhbMa4cWc4jx4b.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ রাত পেরোলেই আসানসোল পুরসভা নির্বাচন। ঠিক তার আগে ভোটের সামগ্রী নিয়ে ডিসিআরসি সেন্টার থেকে ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা। আসানসোল ধাদকা পলিটেকনিক কলেজে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। সেখান থেকে আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ডের ভোট সামগ্রী বিতরনের কাজ চলছে। একদিকে ভোট কর্মীরা তাদের ভোট করানোর সরঞ্জাম বুঝে নিচ্ছেন।পাশাপাশি রয়েছে পুলিশি ব্যবস্থা ও মেডিকেল টিম। মোট ৫৩ টি কাউন্টার থেকে ভোটের জন্য ব্যবহৃত ইভিএম, হাতে লাগানোর কালি, স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী নিয়ে বুথের দিকে রওনার জন্য প্রস্তুতি নিতে দেখা গেল শুক্রবার সকাল থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us