গুরুগ্রামের ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশ্বাস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গুরুগ্রামের ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশ্বাস

নিজস্ব সংবাদদাতা; হরিয়ানার গুরুগ্রামে বাড়ীর ছাদ ধসে পড়ার ঘটনায় সাতজনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টড় বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখছেন। এছাড়াও ''NATIONAL DISASTER RESPONSE FORCE (NDRF) এবং STATE DISASTER RESPONSE FORCE (SDRF) মিলিতভাবে এর তদন্ত করছে। তদন্তে পুলিশ কুকুরেরও সাহায্য নেওয়া হচ্ছে।