New Update
/anm-bengali/media/post_banners/lMhlvtDPtma0D59I79uY.jpg)
হরি ঘোষ, অন্ডাল: এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল অন্ডালের বিশ্বেশ্বরী এলাকায় ।
অন্ডালের বিশ্বেশ্বরী থেকে আমলোকা যাওয়ার রাস্তার ধারেই এলাকার চাষিরা লক্ষ্য করেন একটা পচা গলা মৃতদেহ । প্রথমেই মৃতদেহের দুর্গন্ধে এলাকার চাষিরা সন্দেহ করেন। পরে খবর দেওয়া হয় অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশকে । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। যদিও মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি । তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতের বয়স আনুমানিক চল্লিশের ঊর্ধ্বে । কিভাবে এখানে এই দেহ এল তা নিয়ে তদন্ত শুরু করছে অন্ডাল থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।
আরও খবরঃ
https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6849​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us