নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচার সারতে উত্তরাখণ্ডে গিয়েছিলেন, সেখানেই তিনি জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর ইডি-সিবিআইকে তিনি ভয় পান না। পাশাপাশি বিজেপিকে 'চোরের দল' বলে কটাক্ষ করেন রাহুল।