New Update
/anm-bengali/media/post_banners/SfB23OKmfKwYFAF46ho1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় অলিম্পিক্স সংস্থায় লেগে গেল তুমুল বচসা। এই বচসা লাগে নরিন্দর বাত্রা এবং ভারতীয় অলিম্পিক্স সংস্থার সচিব রাজীব মেহেতার মধ্যে। বচসার কারণ ইমেল এবং ওয়েবসাইট বদল। নরিন্দর দাবি করেছে, কার্যকরী সমিতির ৩১জনের মধ্যে ১৮ জনের সম্মতি নিয়ে মেল আইডি ও ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে। অপরদিকে এই মন্তব্যের প্রতিবাদ করে রাজীব মেহেতা বলেন, এই পরিবর্তন অসাংবিধানিক ও অবৈধ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us