নতুন আলোয় সাজছে ইডেন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নতুন আলোয় সাজছে ইডেন


নিজস্ব সংবাদদাতাঃ সামনেই ইডেনে আয়োজিত হতে চলেছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজের ম্যাচ। কিন্তু এখনও পর্যন্ত ইডেনে ফ্লাডলাইটে রয়েছে মেটাল হ্যালাইড। এই আলোর পরিবর্তে ইডেনে আসতে চলেছে এলইডি আলো। একবার নিভে গেলে সেটি সঙ্গে সঙ্গে জ্বালানো যাবে। মেটাল হ্যালাইডের মতো জ্বলতে ১৫-২০ মিনিট সময় নেবে না এই আলো।