মনিপুরে নির্বাচনের দিন বদলাল কমিশন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মনিপুরে নির্বাচনের দিন বদলাল কমিশন


নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারই ছিল পাঁচ রাজ্যের ভোট-যজ্ঞের প্রথম দিন। উত্তর প্রদেশের প্রথম দফার ভোট হয়ে গেল এ দিন। আর এবার নির্বাচনের কয়েকদিন আগেই বদলে দেওয়া হয় মনিপুরের ভোটের দিন। দুই দফায় ভোট হওয়ার কথা মনিপুরে। ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ, এই দুটি দিনেই নির্বাচনের কথা ঘোষণা করেছিল কমিশন। তবে, বৃহস্পতিবার কমিশনের তরফে সেই দুটি দিনই বদলে দেওয়া হয়েছে। বদলে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ ভোট হবে মনিপুরে।