/anm-bengali/media/post_banners/LzdGFBUbAMM6TXlTVH1u.jpg)
দিগ্বিজয় মাহালী, ঘাটালঃ মৃত ব্যক্তির নামে বছরের-পর-বছর রেশন তুলে চলেছেন রেশন ডিলার। এমনই অভিযোগ তুলে মৃত ব্যক্তির পরিজনেরা মহাকুমা খাদ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেন রেশন ডিলারের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ওই রেশন ডিলার। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর গ্রামের বাসিন্দা ৬৪ বছরের গৌর মান্না ২০১৬ সালে ২৫ শে ডিসেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এমনকি গৌর বাবু অবিবাহিত হওয়ার জন্য তার সন্তান ছিল না। কিন্তু গৌর বাবু মৃত্যু হওয়ার পরেও বছরের পর বছর ধরে তার নামে রেশন ব্যবস্থা চালু ছিল। পুরো বিষয়টি নজরে আসে ২০২১ এর বর্তমানে এক দেশ এক রেশন ব্যবস্থা আধার কার্ড সংযুক্তিকরণের সময়।
গৌর বাবুর ভাইপো সুদীপ মান্না জানান, তাঁর জেঠুর মৃত্যুর ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত সহ রেশন ডিলারকে জমা দেওয়া হয় কিন্তু তখন থেকে জেঠুর রেশন ব্যবস্থা বন্ধ হয়নি। কিন্তু ওই মৃত ব্যাক্তির রেশন নিয়েছে রেশন ডিলার এমনই অভিযোগ করছেন মৃত ব্যক্তির ভাইপো সুদীপ মান্না। আর এই অভিযোগে সোমবার ঘাটাল মহকুমা ফুড সাপ্লাই দপ্তরের ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন বলে তিনি জানান। যদিও রেশন নেওয়ার বিষয়টি নিয়ে ওই রেশন ডিলার বলেন, রেশন আসলেও যখন স্টক মেলানো হয় খাদ্য দপ্তর থেকে এডজাস্টমেন্ট করে নেন মাল। যদিও এ বিষয়ে ঘাটাল ফুড সাপ্লাই দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলা হলে তারা বলেন অভিযোগ পেয়েছেন, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। রেশন ডিলারের এমন কর্মকান্ডকে ঘিরে রীতিমতো ঘাটাল জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
​
আরও খবরঃ
https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6849​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us