এবার থেকে মহর্ষি চরকের শপথ এমবিবিএসদের?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার থেকে মহর্ষি চরকের শপথ এমবিবিএসদের?


নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের (NMC) নয়া ভাবনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এমবিবিএস পড়ুয়াদের মহর্ষি চরকের শপথ নিতে হবে। এ বছর থেকে হোয়াইট কোট সেরিমনির সময় থাকছে না ‘হিপোক্র্যাটিক ওথ’, এমনই ভাবনা রয়েছে তাদের। ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। তার আগে গত ৭ ফেব্রুয়ারি প্রতিটি মেডিকেল কলেজের সঙ্গে বৈঠক হয় এনএমসির। সেখানেই ‘হিপোক্র্যাটিক ওথ’-এর বদলে মহর্ষি চরক শপথ নিয়ে আলোচনা হয়। তবে চিকিৎসকদের একাংশের মতে, বিজ্ঞানকে বিজ্ঞানের পথেই দেখা উচিৎ।