নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের (NMC) নয়া ভাবনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এমবিবিএস পড়ুয়াদের মহর্ষি চরকের শপথ নিতে হবে। এ বছর থেকে হোয়াইট কোট সেরিমনির সময় থাকছে না ‘হিপোক্র্যাটিক ওথ’, এমনই ভাবনা রয়েছে তাদের। ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। তার আগে গত ৭ ফেব্রুয়ারি প্রতিটি মেডিকেল কলেজের সঙ্গে বৈঠক হয় এনএমসির। সেখানেই ‘হিপোক্র্যাটিক ওথ’-এর বদলে মহর্ষি চরক শপথ নিয়ে আলোচনা হয়। তবে চিকিৎসকদের একাংশের মতে, বিজ্ঞানকে বিজ্ঞানের পথেই দেখা উচিৎ।