কোভিড ১৯, নতুন কিট চিনের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কোভিড ১৯, নতুন কিট চিনের


নিজস্ব সংবাদদাতাঃ মাত্র চার মিনিটেই মিলবে করোনা পরীক্ষার নির্ভুল ফলাফল। এমনই একটি টেস্ট-কিট তৈরির কথা জানাল চিন। করোনা সংক্রমণ নিশ্চিত করতে পিসিআর পরীক্ষাই বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে তাতে ফল জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে। অন্যদিকে র‌্যাট (র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট)-এ দ্রুত ফল জানা গেলেও, বহু সময় রিপোর্ট নির্ভুল আসে না বলে অভিযোগ। তবে নয়া আবিষ্কৃত কিট-প্রসঙ্গে চিনের দাবি, এই কিটে পিসিআর পরীক্ষার মতোই নিখুঁত ফলাফল জানা যাবে। অথচ সময় লাগবে মাত্র চার মিনিট।