নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ফের একবার বিদেশ ফেরত যাত্রীদের জন্য করোনা সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করা হল। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বিদেশ ফেরত যাত্রীদের বাধ্য়তামূলকভাবে বাড়িতে একান্তবাসে থাকতে হবে না। তার বদলে তারা ১৪ দিন নিজেদের স্বাস্থ্য প্রতি কড়া নজর রাখবেন।