নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির যুব মোর্চার রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপ কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেও।