নিজস্ব সংবাদদাতাঃ ''পশ্চিম ইউপির কিছু আসনে প্রথম দফায় ভোট হচ্ছে। আমি আনন্দিত যে এই ধরনের শীতের সকালে, মানুষ বিপুল সংখ্যায় ভোট দিতে যাচ্ছে। আমি এই সব ভোটারদের প্রশংসা করি। বিজেপি ইউপির 'ঘোষনা পত্র' কল্যাণের জন্য একটি সমাধান," সাহারানপুরে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।