দল টিকিট দিলেও ওয়ার্ড পছন্দ না হওয়ায় ক্ষোভে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন ঘাটাল পৌরসভার তৃণমূলের প্রার্থী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দল টিকিট দিলেও ওয়ার্ড পছন্দ না হওয়ায় ক্ষোভে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন ঘাটাল পৌরসভার তৃণমূলের প্রার্থী

দিগবিজয় মাহালাই, পশ্চিম মেদীনিপুরঃ প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষোভ অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৬ নং ওয়ার্ডে।এই ওয়ার্ডে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন অনুপ চক্রবর্তী।এই অনুপ চক্রবর্তীকে প্রথম তালিকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছিল ১৬ নং ওয়ার্ডে এবং ১৭ নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল অজিতরঞ্জন দে'কে।কিন্তু প্রথম তালিকা সংশোধন করে অনুপ চক্রবর্তীকে ১৭ নং ওয়ার্ড করা হয় এবং ১৬ নং ওয়ার্ডে প্রার্থী করা হয় অজিতরঞ্জন দে'কে।আর এই দুই ওয়ার্ডে প্রার্থী বদলকে ঘিরে ক্ষুব্ধ হন ১৬ নং ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর অনুপ চক্রবর্তী।তার দাবি,১৬ নং ওয়ার্ড তার পরিচিত ওয়ার্ড এবং ওই ওয়ার্ডের তার জনসংযোগ ভালো কিন্তু দল প্রথমে ওই ওয়ার্ডে টিকিট দিলেও কয়েকঘন্টার মধ্যে তা পরিবর্তন করে তাকে ১৭ নং ওয়ার্ডে পাঠানো হয় এবং তার ওয়ার্ড তথা ১৬ নং ওয়ার্ডে অজিতরঞ্জন দে'কে প্রার্থী করা হয়।আর এনিয়ে ক্ষুব্ধ হন অনুপ চক্রবর্তী এবং ১৭ নং ওয়ার্ডে দাঁড়াবেন না বলেও দলকে জানিয়ে দেন তিনি এমনই দাবি তার।আর বুধবার মনোনয়নের শেষ দিনে বিক্ষুব্ধ তৃণমূল নেতা অনুপ চক্রবর্তী দলের টিকিট ছেড়ে নির্দল হয়ে মনোনয়ন জমা দেন।এদিন রীতিমতো শতাধিক কর্মীদের নিয়ে মহকুমাশাসকের দপ্তরে নির্দল হয়ে মনোনয়ন জমা দিতে যান অনুপ চক্রবর্তী।তার হুঁসিয়ারি দল থেকে টিকিট পেয়েও পছন্দের ওয়ার্ড না মেলায় তিনি ১৬ নং ওয়ার্ডেই দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে জিতে দেখিয়ে দেবেন।তৃণমুলের হয়ে প্রথম প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর বিতর্কিত ১৬ নং ওয়ার্ডে তৃণমুলের প্রতিকে দেওয়াল লেখাও শুরু করে দিয়েছিলেন অনুপ চক্রবর্তী।কিন্তু প্রার্থী বদল হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে নির্দল হয়েই ওই ওয়ার্ডের দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দী করবেন বলেও জানান।যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৭ নং ওয়ার্ডে অনুপ চক্রবর্তীর জায়গায় গতকাল রাতেই তড়িঘড়ি প্রার্থী করা হয় রাজন কুলোভীকে।এবিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মিলেনি।