New Update
/anm-bengali/media/post_banners/ZeLT8bFAGn9Eke3yGgQB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সূর্যকুমার যাদব এবং কেএল রাহুলের মধ্যে বোঝাপড়ার অভাবেই রান আউট হতে হল কেএল রাহুলকে। ২৯.৪ ওভারে কেমার রোচের বলে দ্বিতীয় রান নেওয়ার সময় আউট হন রাহুল। যার ফলে রান ৪৮ বলে ৪৯ করে আউট হয়ে যান রাহুল। হাত যখন সেট হয়ে গিয়েছিল, তখনই দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হন রাহুল। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান ভারতের। রাহুলের বদলে নেমেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেমেই ৪ মেরে খাতা খোলেন। ২ বলে ৫ রান সুন্দরের। ৫৯ বলে ৪০ রান সূর্যকুমারের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us