New Update
/anm-bengali/media/post_banners/QQCtmUPSRf7Ba88wKcjW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিকিনি নিয়ে মন্তব্যকে এবার বিস্ফোরক কথা বললেন এক বিজেপি নেতা। কর্নাটকে চলমান হিজাব বিতর্কের মধ্যে রাজ্যের বিজেপি বিধায়ক রেণুকাচার্য একটি নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি বলেন, মেয়েদের পোশাকের কারণে ধর্ষণ বাড়ছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিকিন, হিজাব হোক বা ঘোমটা, মেয়েরা কী পড়বে সেটা সম্পূর্ণ তাঁদের ব্যপার। তাঁর এহেন মন্তব্য নিয়ে রেণুকাচার্য বলেন, "বিকিনি নিয়ে মন্তব্য একটি নিম্ন স্তরের বিবৃতি। কলেজে পড়ার সময়, বাচ্চাদের পুরোপুরি পোশাক পরা উচিত। আজ মহিলাদের পোশাকের কারণে ধর্ষণ বাড়ছে, কারণ পুরুষরা প্ররোচিত হচ্ছে। এটা ঠিক নয়। আমাদের দেশে নারীদের সম্মান আছে'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us