নিজস্ব সংবাদদাতাঃ মনোনয়ন জমা দিতে আসা বিজেপি প্রার্থীদের দলেরই নেতার দোকানঘরে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর পুরসভার ঘটনা। এদিন বিজেপি প্রার্থীরা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেইসময় মহকুমা শাসকের দফতরের সামনে স্থানীয় বিজেপি নেতা কাঞ্চন ঘোষের দোকানঘরে বিজেপি প্রার্থীদের আটকে রাখেন তৃণমূল কর্মীরা। ফেসবুকে লাইভে অভিযোগ জানান ওই বিজেপি নেতা।