নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনের কারণেই দেশে ব্যপক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, দেশে ডমিন্যান্ট ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে ওমিক্রন। দেশের বর্তমান করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।