ফের সীমান্তে বাড়ছে ড্রোনের দৌরাত্ম্য!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের সীমান্তে বাড়ছে ড্রোনের দৌরাত্ম্য!

নিজস্ব সংবাদদাতাঃ  ফের একবার সীমান্তে বাড়ছে ড্রোনের দৌরাত্ম্য। আগামী সপ্তাহেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে আকাশপথে প্যাকেট বন্দি বিস্ফোরক ফেলে পালাল পাকিস্তানি ড্রোন। মঙ্গলবার রাতে অমৃতসরের সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে ড্রোনের গতিবিধি। এরপরই ড্রোন লক্ষ্য করে গুলি চালালে তা সীমান্ত পার করে পাকিস্তানের দিকে পালিয়ে যায়। কাঁটাতারের এপার থেকে উদ্ধার করা হয় প্যাকেট বন্দি বিস্ফোরক। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পঞ্জাবের অমৃতসরের গুরুদাসপুর সেক্টর থেকে হলুদ প্যাকেটে মোড়া বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আজনালা তহশিলের পঞ্জগ্রহীয়ান সীমান্ত আউটপোস্টে গতকাল রাত ১২টা ৫০ মিনিট নাগাদ সন্দেহজনক কিছু শব্দ শোনা যায়। এরপরই বেশ কয়েকবার আলো লক্ষ্য করতেই তৎপর হয়ে ওঠে সীমান্তরক্ষী বাহিনী। ভাল করে নজরদারি চালাতেই একটি ড্রোন চোখে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ড্রোন লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়।