বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক

নিজস্ব সংবাদদাতাঃ  হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ। আটকদের মধ্যে অ্যাপ ক্যাব চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও ২  জনের হদিশ মেলে।