নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক বাজারে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেলের দাম বেড়ে হয়েছে ৯৩ ডলার। কিন্তু গত বছরের দীপাবলির পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ২০১৪-র পর এই প্রথম বিশ্ববাজারে অশোধিত তেলের দাম এই রেকর্ড স্তরে পৌঁছছে। এরপরও আজও দেশে জ্বালানির দামে কোনও বদল ঘটানো হয়নি। কলকাতা সহ দেশের অন্যান্য শহরগুলিতে জ্বালানির দামে আজও কোনও বদল ঘটানো হল না। প্রতিদিনের মতো এদিনও সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিনও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল ঘটানো হয়নি। কলকাতায় আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা ।