নিজস্ব সংবাদদাতা : ব্যারাকপুরে ফের তৃণমূলের পোস্টার। প্রার্থী পছন্দ না হওয়ায় এই পোস্টার। ৪ নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সত্যজিত্ আচার্যকে। তার বিরুদ্ধেই পোস্টার টানাল দলেরই কর্মীরা। পোস্টারে লেখা, সত্যজিত্ আচার্যকে তারা মানছেন না, মানবেন না। এ প্রসঙ্গে ব্যারাকপুর পুরসভার বিদায়ী প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, টিকিট না পেয়ে কেউ হতাশা থেকে এই সব পোস্টার দিয়ে থাকতে পারেন। তবে ৪ নম্বর ওয়ার্ডে সত্যজিত্ আচার্যই দলের প্রার্থী।