সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ ১৫ হাজার উপর কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলো আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের পৌর প্রার্থীরা। মঙ্গলবার রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে 'খেলা হবে' গানের তালে জেলা তৃনমুল কংগ্রেসের কার্যালয় অফিস থেকে ২০ টি ওয়ার্ডের মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতে উপস্থিত ছিলেন গোটা জেলা তৃনমুল নেতৃত্ব।এছাড়াও মূল সেনাপতির ভূমিকায় ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীত ধর সহ প্রাক্তন ডি.পি.এস.সির চেয়ারম্যান অনুপ চক্রবর্তী। অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী আলিপুরদুয়ারের ২০ টি ওয়ার্ডের মধ্যে প্রাক্তন প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ করকে প্রজেক্ট করেই পৌরভোটের নির্বাচনে লড়াইয়ের ময়দানে কোমড় বেধে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।মিছিলটি জেলা তৃনমুল কংগ্রেসের কার্যালয় অফিস থেকে বেরিয়ে মহকুমাশাসকের কার্যালয় অফিসে উপস্থিত হয়।এরপর একে একে প্রত্যেক প্রার্থীদের মনোনয়ন পত্র জামা দেওয়া হয়। মনোনয়ন পত্র জমা দেয় মহিলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী তথা ২০ নং ওয়ার্ডের প্রার্থী দীপিকা রায়।অন্যদিকে কংগ্রেসের ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়।পাশাপাশি ফালাকাটা পৌরসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়।মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে এদিন জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ ৪ বছর বাদে আলিপুরদুয়ারের পৌরনির্বাচন হওয়ায় শহর বাসিদের মধ্যে যথেষ্টই উদ্দীপনা রয়েছে। সবমিলিয়ে আলিপুরদুয়ারে পৌরনির্বাচনে ভোটের দামামা বেজে উঠেছে।