New Update
/anm-bengali/media/post_banners/0yES1RvsbrccCtvnMrK4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অনূর্ধ্ব-১৯ দলের অত্যন্ত এক জনপ্রিয় মুখ হচ্ছে কৌশল। তাঁর পিতা সুনীল তাম্বে বর্তমানে মুম্বই জঙ্গিদমন শাখার অ্যাসিসট্যান্ট কমিশনার। এক সময়ে তাঁরও ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। ছেলের এতো বড় সাফল্যে তিনি বলেন, “আমি বিশ্ববিদ্যালয় স্তরে ক্রিকেট খেলতাম। কিন্তু সেটাকে পেশা করতে পারিনি। আমি ভাবতাম আমার ছেলে যদি সেটা করতে পারে। ছেলে সেই পথেই এগচ্ছে। আশা করছি ও আরও এগিয়ে যাবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us