‘পাড়ায় শিক্ষালয়’ নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘পাড়ায় শিক্ষালয়’ নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

নিজস্ব সংবাদদাতাঃ  অনেক টালবাহানা করে অবশেষে রাজ্যে চালু হয়েছে পড়াশোনা। তবে বিদ্যালয়ে নয় খোলা মাঠেই শিশুরা পড়াশোনা করছে। সোমবার থেকে চালু হয়েছে পাড়ায়-পাড়ায় শিক্ষালয়। প্রথমদিন পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা ছিল হাতে গোনা। তারপর উঠে এসেছে একাধিক অভিযোগ। একে রোদ, তারপর নেই পানীয় জল। রীতিমত ক্ষুব্ধ হয়েছেন শিশুদের অভিভাবকরা। স্কুলের মধ্যেই পঠন পাঠন চালুর দাবিতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ধূপগুড়ির ভাওয়াল পাড়ার বৈরাতিগুড়ি ১ নং এস সি প্রাইমারি স্কুলের ঘটনা। অভিভাবকদের অভিযোগ যে, খোলা আকাশের নিচে সেগুন গাছের জঙ্গলের ভিতরে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে। চারপাশে জঙ্গল, ঝোপঝাড় আর সেখানেই সাপ-পোকার উপদ্রব রয়েছে। এমনকী যে কোনও সময় গাছের ডাল ভেঙে পড়েও বিপদ ঘটতে পারে এই আশঙ্কায় রীতিমত উদ্বেগে রয়েছেন তাঁরা। তাই অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের পড়াশোনা করাতে রাজি নন। তাঁদের দাবি স্কুলেই শুরু হোক পঠন-পাঠন, না হলে পাড়ায় শিক্ষালয়ে পড়ুয়াদের তাঁরা পড়তে পাঠাবেন না ।