/anm-bengali/media/post_banners/IAy8qXNctS3EJrz12gLV.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরনিগম নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে শহরে উপস্থিত হয়েছেন বিজেপির জেলা সভাপতি সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার সকালে তিনি আসানসোল পৌরনিগমের ৮৪ ও ৮৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের হয়ে দুয়ারে প্রচারে অংশ গ্রহণ করেন ৷ এদিনের প্রচারে বিজেপির জেলা সভাপতির সাথে প্রার্থী হিসাবে উপস্থিত ছিলেন মধুমিতা চ্যাটার্জি ও কাকলি ঘোষ ৷ প্রচার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, "অখিলেশ যাদবের জমানায় উত্তর প্রদেশের অবস্থা কি হয়েছিল সবার জানা আছে ৷ বর্তমানে যোগীর শাসনকালে উত্তর প্রদেশ উত্তম প্রদেশে পরিণত হয়েছে ৷ সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করা যায় কি না, সেই চেষ্টা করবেন ৷ আসলে রিজিওনাল দলগুলি প্রাইভেট কোম্পানি ছাড়া কিছু নয় ৷ যেখানে আসলে পরিবারতন্ত্র কায়েম আছে ৷ তাদের পরিবারের সদস্যদের মঙ্গলই আসল উদ্দেশ্য ৷ তাই ব্যানার্জি পরিবারের এক সদস্য লখনউ পৌঁছেছেন যাদব পরিবারের সদস্যকে সাহায্য করতে ৷"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us