প্রচারে ঝড় তুলতে আসানসোলে উপস্থিত বিজেপির জেলা সভাপতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রচারে ঝড় তুলতে আসানসোলে উপস্থিত বিজেপির জেলা সভাপতি

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরনিগম নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে শহরে উপস্থিত হয়েছেন বিজেপির জেলা সভাপতি সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার সকালে তিনি আসানসোল পৌরনিগমের ৮৪ ও ৮৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের হয়ে দুয়ারে প্রচারে অংশ গ্রহণ করেন ৷ এদিনের প্রচারে বিজেপির জেলা সভাপতির সাথে প্রার্থী হিসাবে উপস্থিত ছিলেন মধুমিতা চ্যাটার্জি ও কাকলি ঘোষ ৷ প্রচার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, "অখিলেশ যাদবের জমানায় উত্তর প্রদেশের অবস্থা কি হয়েছিল সবার জানা আছে ৷ বর্তমানে যোগীর শাসনকালে উত্তর প্রদেশ উত্তম প্রদেশে পরিণত হয়েছে ৷ সেখানে মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করা যায় কি না, সেই চেষ্টা করবেন ৷ আসলে রিজিওনাল দলগুলি প্রাইভেট কোম্পানি ছাড়া কিছু নয় ৷ যেখানে আসলে পরিবারতন্ত্র কায়েম আছে ৷ তাদের পরিবারের সদস্যদের মঙ্গলই আসল উদ্দেশ্য ৷ তাই ব্যানার্জি পরিবারের এক সদস্য লখনউ পৌঁছেছেন যাদব পরিবারের সদস্যকে সাহায্য করতে ৷"