New Update
/anm-bengali/media/post_banners/SIf0wod43XFlYkw7PWlj.jpg)
নিজস্ব সংবাদদাতা; মহাভারতের ''ভীম'' তথা প্রবীণ অভিনেতা এবং ক্রীড়াবিদ প্রবীণ কুমার সোবতি-এর জীবনাবসান হয়েছে। রিপোর্ট অনুসারে সোমবার রাতে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনয় জীবনে প্রায় ৩০ টি চলচিত্রে কাজ করেছিলেন। এর পাশাপাশি এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে ভারতের জন্য পদক জিতেছিলেন, এমনকি অলিম্পিকেও অংশগ্রহণ করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us