নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ সোমবার বাংলাদেশের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ সপ্তাহের আগের রেকর্ড ভাঙল বলে জানা গিয়েছে। সকাল ৮ টা অবধি পাওয়া খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গিয়েছেন। বাংলাদেশ স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।