সুদীপ-আশীষ এর পদত্যাগ নিয়ে মুখ খুললেন রতন চক্রবর্তী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সুদীপ-আশীষ এর পদত্যাগ নিয়ে মুখ খুললেন রতন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরার অ্যাসেম্বলি স্পিকার রতন চক্রবর্তী সুদীপ রায় বর্মন এবং আশীষ সাহার দল ছাড়ার ব্যাপারে বলেন, 'আমি ওদের রেজিগনেশন লেটার পেয়েছি।কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসিনি।আমি ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্তে আসবো না যতক্ষণ না পদ্ধতি অনুযায়ী পরীক্ষা হচ্ছে।আমরা এর সুবিধা - অসুবিধা দেখব যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেব।' দল ছাড়ার ব্যপারে আরো যোগ করে বলেন, 'আমাদের কাছে কখনোই এটা ভালো লাগেনা, ওদের সথে আমরা একসঙ্গে ২০১৮ তে লড়াই করেছি একই কারণে।'